Kangana Ranaut: পাহাড়ের কোলে পরিবারের সঙ্গে `চরুইভাতি`তে মজে কঙ্গনা
কাজ না থাকলে মুম্বইয়ে নয়, নিজের রাজ্য হিমাচল প্রদেশে পরিবারের সঙ্গেই কাটাতে বেশি পছন্দ কঙ্গনা রানাওয়াতের। সম্প্রতি পাহাড়ের কোলে নিজের পরিবারের সঙ্গে চরুইভাতির আনন্দে মজেছিলেন বলিউডের 'কুইন'।
দিদি রঙ্গোলি চান্দেল, আদরের বোনপো পৃথ্বী এবং মা আশা রানাওয়াত ও বাবা অমরদীপ রানাওয়াতের সঙ্গে পাহাড়ের কোলে একান্তে সময় কাটালেন কঙ্গনা।
পাহাড়ের কোলে একান্তে, আপন মনে পাহাড়ি কন্যা কঙ্গনা রানাওয়াত।
দিদি রঙ্গোলির সঙ্গে কঙ্গনার বন্ধুত্ব অটুট, প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের।
মায়ের বুকে মাথা রেখে নিশ্চিন্তে কঙ্গনা।
পাহাড়ে কোলে রোম্যান্টিক মেজাজে দেখা গেল কঙ্গনার বাবা-মাকেও।
দিদির ছেলে পৃথ্বীকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন কঙ্গনা। যেখানেই যান পৃথ্বীকে সঙ্গে করে নিয়ে যেতে ছাড়েননা।
আদরের বোনপো পৃথ্বীকে কোলে নিয়ে কঙ্গনা রানাওয়াত।
বোন রঙ্গোলির সঙ্গে খোশ মেজাজে কঙ্গনা রানাওয়াত।
পাহাড়ের কোলে শুয়ে বোন রঙ্গোলি চান্দেলের সঙ্গে সেলফি কঙ্গনার।