নবজাতকে জমজমাট আলিপুর চিড়িয়াখানা
আলিপুর চিড়িয়াখানায় সুখবর।
আলিপুর চিড়িয়াখানার পরিবারে বাড়ল সদস্যসংখ্যা। নতুন বন্ধু পেল ওরা।
চিড়িয়াখানা পরিবারে ৩ জন নতুন সদস্য কে কে?
দীর্ঘদিন পর আলিপুর চিড়িয়াখানায় ক্যাঙ্গারুর জন্ম হল।
মাসখানেক আগে ক্যাঙ্গারু বাচ্চাটির জন্ম হয়।
গত অক্টোবরে আলিপুর চিড়িয়াখানায় তাদের আগমন ঘটে।
জাপানের ইয়োকোহামা থেকে নিয়ে আসা হয় ক্যাঙ্গারুগুলিকে।
অন্যদিকে, ১০ থেকে ১২ দিন আগে একটি সিংহ শাবকও জন্ম নেয়।
গত বছর হায়দরাবাদ থেকে সিংহীটিকে নিয়ে আসা হয়।
পাশাপাশি, কিছুদিন আগে চিড়িয়াখানায় একটি জেব্রা শাবকও জন্মায়।
সবমিলিয়ে চিড়িয়াখানা এখন জমজমাট।