``বিজেপিতে চলে যেতে পারি``, হঠাত্ কেন এমন হুঁশিয়ারি দিলেন কানাইয়া কুমার!
বিহার নির্বাচনের আগে দলের ৩০ জন তারকা প্রচারকের নাম প্রকাশ করেছে সিপিআই। তাতে রয়েছে কানাইয়া কুমারের নাম। ডি রাজা, রামনরেশ পান্ডের মতো নেতাদের নামও রয়েছে সেখানে।
মঙ্গলবার বিহারের বখরি ও তেঘরায় মনোনয়নপত্র জমা দিয়েছে সিপিআই-এর প্রার্থীরা। আর তাঁদের সঙ্গে হাজির ছিলেন কানাইয়া কুমার।
এদিন এক জনসভায় কানাইয়া সুযোগ পেয়েই বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, ২০১৫ সালে বিধানসভা নির্বাচন জেডিইউ, আরজেডি, কংগ্রেসের মহাগটবন্ধনকে ভোট দিয়েছিল। তার পর নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলেন। কিন্তু বিজেপি সেই মুখ্যমন্ত্রীকে হ্যাক করে নিল। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস থাকাকালীন তিনি খারাপ ছিলেন। এখন তিনি বিজেপিতে যোগ দেওয়ায় শুদ্ধ হয়ে গেলেন।
এর পরই কানাইয়া কুমার বলেন, আমাকেও এর পর থেকে বারবার দেশদ্রোহী বললে বিজেপিতে চলে যাব। তার পর আমার নামে আর কোনও অভিযোগ করতে পারবেন না। আমি পুরো শুদ্ধ হয়ে যাব।
কানাইয়া কুমার এদিন আরও বলেন, আগে বিরোধীরা অভিযোগ করত, ইভিএম হ্যাক হয়েছে। এখন বলে মুখ্যমন্ত্রী হ্যাক হয়েছে। পার্থক্য এটাই। তবে জনতা এখন সবই বোঝে। জুমলাবাজি করে আর ভোটে জেতা যাবে না। কাজ করতে হবে।