Guru Prasad Death: আর্থিক অনটনে আত্মহত্যা? ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় পরিচালকের পচা গলা দেহ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্সবের মরসুমে দুঃসংবাদ। নিজের বাড়ি থেকেই উদ্ধার জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদের পচাগলা দেহ ৷ কন্নড় ছবির অতি পরিচিত এই পরিচালকের বয়স হয়েছিল মাত্র ৫২ বছর ৷
পুলিসের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন পরিচালক ৷ গুরুপ্রসাদের মৃত্যুতে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া ৷
রবিবার বেঙ্গালুরুর মদনায়কানহল্লির নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে পরিচালকের পচাগলা মরদেহ। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস ৷
গতকয়েকদিন ধরেই পরিচালককে বাড়ির বাইরে দেখেননি প্রতিবেশীরা। এদিন সকালে থেকে দুর্গন্ধ বেরোতে শুরু হলে পুলিসে খবর দেন তাঁরা। পুলিস এসে দেখে ড্রয়িং রুমে পচাগলা অবস্থায় ঝুলছে দেহ। সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয় ৷
সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছিলেন গুরুপ্রসাদ। 'মাতা', 'এদেলু মঞ্জুনাথ'-এর মতো জনপ্রিয় ছবি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। পেয়েছেন রাজ্যস্তরে একাধিক পুরস্কারও।
পুলিসের অনুমান, আর্থিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন ৷ একাধিক ব্যক্তির থেকে ধারও করেছিলেন তিনি।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১ কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭