মাঠের বাইরের লড়াই জিতলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক, সুস্থ হয়ে ফিরলেন বাড়ি
নবমীতে এল সুখবর। মাঠের মতো মাঠের বাইরের লড়াইও তিনি জিতলেন অবলীলায়। কপিল দেব নিখাঞ্জ এখন সুস্থ।
রবিবার দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। তাঁর বন্ধু ও সতীর্থ চেতন শর্মা এদিন কপিল দেবের সুস্থতার খবর জানিয়েছেন।
হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কপিল। অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন সুস্থ হরিয়ানা হ্যারিকেন। দিল্লির ওখলা রোডের বেসরকারি হাসপাতাল থেকে এদিন কপিল বাড়িতে ফিরলেন।
ভারতের বিশ্বজয়ী অধিনাকের অসুস্থতার খবর শোনার পর মন খারাপ হয়েছিল ভক্তদের। তবে চিকিত্সকরা জানিয়েছেন, আর ভয়ের কিছু নেই।
দীর্ঘদিন ধরেই মধুমেহ রোগে আক্রান্ত কপিল দেব। তার মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। তবে এখন তিনি ভাল আছেন বলে জানা যাচ্ছে।