Cyclone Dana Update: সাইক্লোন ডানার প্রভাবে গঙ্গাসাগরে প্রবল জলোচ্ছ্বাস, জলের তলায় কপিলমুনির আশ্রম!
নকীবউদ্দীন গাজী: ভয়ংকর বৃষ্টিতে জলমগ্ন কপিলমুনির আশ্রম।
ডানার প্রভাবে ক্রমশই বাড়ছে জলোচ্ছ্বাস।
বৃষ্টির জল জমেছে, পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে কপিলমুনির আশ্রম সংলগ্ন সমুদ্র।
ঝোড়ো হাওয়া ও তুমুল বৃষ্টিতে পড়ে গেছে একাধিক গাছ। ক্ষতি হয়েছে চাষের জমিও।
মরা কোটাল চলছে। তাসত্ত্বেও ভাঙা বাঁধের অংশ দিয়ে সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে জল ঢুকে যায় আশ্রমে।