১ এ পা দিল কপিল শর্মার মেয়ে আনাইরা, দেখুন জন্মদিনের কিছু মুহূর্ত
১এ পা দিল জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার মেয়ে আনাইরা। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার মেয়ের জন্মদিন পালন করলেন কপিল ও গিনি।
মেয়ে আনাইরার জন্মদিন সেলিব্রেশনের বেশকিছু মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কপিল শর্মা।
মেয়ের জন্মদিনের ছবি দিয়ে কপিল লিখেছেন, ''প্রথম জন্মদিনে আমাদের লাডোকে (মেয়েকে) ভালবাসা ও আশীর্বাদ পাঠানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ ... গিন্নি এবং কপিল।"
কপিল শর্মার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এষা গুপ্তা, রিচা শর্মা, নেহা কক্কর, মাহি ভিজ সহ আরও অনেক তারকা।
কপিল শর্মার মেয়ে আনাইরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরাও।
গত বছর ১০ ডিসেম্বর ডিসেম্বরে কপিল-গিনির জীবনে আসে ছোট্ট আনাইরা।
২০১৮-র ১৩ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন কপিল শর্মা। বিয়ের ১ বছরের মাথায় বাবা হন কপিল ও গিনি।
মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে মেয়ের ছবি পোস্ট করতে দেখা যায় কপিল শর্মাকে।