রাজপ্রাসাদের মতো বাড়ি Kapil Sharma এর, দেখলে চমকে উঠবেন
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কৌতুকশিল্পী বলা হয় তাঁকে। রিয়্যালিটি শোয়ের পাশাপাশি অভিনেতা হিসেবেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন কপিল শর্মা
পঞ্জাব এবং মুম্বইতে পর পর দুটি বাড়ি রয়েছে কপিল শর্মার। কপিল শর্মার বিলাসবহুল বাড়ির ছবি দেখলে চমকে উঠবেন
কপিলের দুটি বাড়িতেই রয়েছে লিভিং রুম, লন, ব্যালকনি-সহ বিভিন্ন জায়গা। শুধু তাই নয়, কপিলের এই বিলাসবহুল বাড়ি দেখলে যে কেউ চমকে উঠতে বাধ্য
কপিলের বিয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে তাঁর বাড়িতে তারকাদের আনাগোনা চোখে পড়ে। কপিলের বাড়িতে টেলি টাউনের বিভিন্ন তারকাদের পাশাপাশি অক্ষয় কুমার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোনদেরও দেখা যায় বিভিন্ন সময়ে
কপিল শর্মার পঞ্জাবের বাড়ি বিলাসবহুল হলেও, সেখানে মুম্বইয়ের বাড়ির মতো আধুনিকতার ছোঁয়া চোখে পড়ে না সেভাবে
তবে ২০১৮ সালে গিনি চাথরথের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার পর কপিল নতুন করে মুম্বইয়ের বাড়ি সাজিয়ে তোলেন। এই মুম্বইয়ের বাড়ি থেকেই কপিলের বিয়ে থেকে রিসেপশন, বিভিন্ন সময়ের ছবি প্রকাশ্যে উঠে আসতে শুরু করে
কপিলের মুম্বইয়ের বাড়িতে রয়েছে একটি সুবিশাল লিভিং রুম। যে লিভিং রুম থেকে মুম্বই শহরের ভিউ চোখে পড়ে
কপিলের ব্যালকনি থেকে রাতের মুম্বইয়ের যে ভিউ চোখে পড়ে, সেই ছবিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেতা।
কপিল ভক্তদের কথায়, তাঁদের প্রিয় অভিনেতার পঞ্জাবের বাড়ি প্রাসাদের তুলনায় কিছু কম নয়। কপিলের একতলার বাড়িতে বিলাসবহুল আয়োজনের পাশাপাশি যে সবুজের সমারহ রয়েছে, তা দেখে চমকে ওঠেন অনেকেই