Padma Award: পদ্মশ্রী পেলেন করণ-কঙ্গনা, বিতর্কের পর একই মঞ্চে দুই তারকা
নিজস্ব প্রতিবেদন: সোমবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয় পদ্ম পুরস্কারের অনুষ্ঠান। সেখানেই এদিন পদ্মশ্রী সম্মানে ভূষিত হন অভিনেতা কঙ্গনা রানাওয়াত।
এদিন কঙ্গনার পাশাপাশি রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন করণ জোহর।
এদিন করণের সঙ্গে উপস্থিত ছিলেন একতা কাপুর। তাঁর হাতে পদ্মশ্রী সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ।
কঙ্গনা ও করণের বিতর্কের কথা সকলের জানা। তবে এদিন মঞ্চ এক হলেও একে অপরের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ এড়িয়ে গেলেন দুই তারকা।
সোমবার কোভিডের কারণে পদ্ম অ্যাওয়ার্ডের অনুষ্ঠান দুভাগে ভাগ করে দেওয়া হয়। সকালের অনুষ্ঠানে পদ্মশ্রী সম্মান পান সংগীতশিল্পী আদনান সামি। ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব পান জন্মসূত্রে এই পাক গায়ক।
মঞ্চ থেকে ছোটপর্দা ও বড়পর্দায় নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন সরিতা যোশী। সোমবার পদ্মশ্রী সম্মান পান তিনি।
ভারতীয় রাগ সংগীতের বিখ্য়াত সংগীতশিল্পী পন্ডিত ছান্নুলাল মিশ্রকে সোমবার পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।