ন্যানির কোলে ছোট্ট Jeh, দুই ছেলেকে নিয়ে মুম্বই ছাড়লেন Saif-Kareena
দুই ছেলে তৈমুর আলি খান ও জেহ (জাহাঙ্গীর আলি খান)-কে নিয়ে ফের মুম্বই ছাড়লেন সইফ-করিনা। বুধবার মুম্বই বিমানবন্দরে পরিবারের সঙ্গে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন পতৌদি পরিবারের ছোটে নবাব।
ছবি সৌজন্য- করিনার ফ্যান ক্লাব
এদিন মুম্বই ছাড়ার সময় করিনার পরনে ছিল ডেনিম শার্ট, হালকা নীল জিন্স এবং স্নিকার্স। সইফ পরেছিলেন কালো হাফ হাতা শার্ট, সাদা প্যান্ট এবং বাদামি রঙের জুতো। তৈমুরের পরনে ছিল কালো টি-শার্ট এবং কার্গো প্যান্ট। আর ছোট্ট জাহাঙ্গিরের পরনে ছিল গাঢ় নীল রঙের গেঞ্জি ও প্যান্ট।
ছবি সৌজন্য- করিনার ফ্যান ক্লাব
এদিন মুম্বই ছাড়ার সময় ফের একবার ন্য়ানির কোলে নজর কাড়ল ছোট্ট জেহ। কিছুই না বুঝে ক্যামেরার দিকে তাকাতে দেখা গেল জেহকে। প্রসঙ্গত, ছোট্ট তৈমুরের যিনি দেখাশোনা করতেন, সেই ন্য়ানির হাতেই দ্বিতীয় সন্তানের দায়িত্ব তুলে দিয়েছেন করিনা।
ছবি সৌজন্য- করিনার ফ্যান ক্লাব
তবে এদিন সইফ-করিনা দুই ছেলেকে নিয়ে ঠিক কোথায় উড়ে গেলেন, তা অবশ্য স্পষ্ট নয়। নেটিজেনদের প্রশ্ন ফের কি তবে বেড়াতে গেল পতৌদি পরিবার?
ছবি সৌজন্য- করিনার ফ্যান ক্লাব
প্রসঙ্গত, গতমাসেই ছোট্ট জেহ এবং তৈমুরকে নিয়ে মালদ্বীপ থেকে বেড়িয়ে ফিরেছেন সইফ-করিনা। সেখানে অবশ্য তাঁরা সইফের জন্মদিন সেলিব্রেশনে গিয়েছিলেন।
ছবি সৌজন্য- করিনার ফ্যান ক্লাব