টি-২০ বিশ্বকাপ ট্রফির উন্মোচনে গিয়ে অস্ট্রেলিয়ায় নজর কাড়া করিনা
পতৌদির পুত্রবধূ করিনা কাপুর খান এই মুহূর্তে রয়েছেন অস্ট্রেলিয়ায়।
সামনের বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-২০ বিশ্বকাপের আসর। পুরুষ ও মহিলাদের টি-২০ বিশ্বকাপ ট্রফির উন্মোচন করতেই সেখানে গিয়েছেন করিনা।
ইতিমধ্যেই পুরুষ ও মহিলাদের টি-২০ বিশ্বকাপ ট্রফির উন্মোচন করেও ফেলেছেন করিনা।
শনিবার অস্ট্রেলিয়াতেই একটি ককটেল পার্টিতে হাজির হন করিনা কাপুর খান। সেখানেই এই মাইকেল কস্টেলোর ডিজাইন করা সিমারি গোল্ডেন গাউনে দেখা যায় করিনাকে।
পার্টিতে পোশাকের সঙ্গে মিলিয়ে নজর কাড়ল করিনার চোখের মেকআপও।
প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। ১৮ অক্টোবর থেকে শুরু হবে পুরুষদের বিশ্বকাপের আসর।
ক্রিকেটের সঙ্গে করিনা কাপুরের তেমন যোগাযোগ ছিল না। তবে তিনি মনসুর আলি খান পতৌদির ছেলে সঈফ আলি খানকে বিয়ে করার পর ক্রিকেট যেন তাঁর পরিচয়ের সঙ্গে মিশেছে।
করিনা বলেন, ''পতৌদি পরিবারের একজন হয়ে এখানে এসেছি। ট্রফি উন্মোচন করাটা অমার কাছে গর্বের ব্যাপার। আমার শ্বশুরমশাই দেশের হয়ে খেলা সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন ছিলেন। এটাও আমার কাছে একটা গর্বের ব্যাপার।''