Kareena Kapoor viral photo: কাঁদছে জেহ, হাসছে তৈমুর, ছবি তুলতে ব্যস্ত সইফ-করিনা, হাসির রোল নেটপাড়ায়...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিওয়ালি সেলিব্রেশনে মেতেছেন তারকারা, বাদ নেই সইফিনাও।
বাড়িতেই দিওয়ালি সেলিব্রেট করলেন করিনা ও সইফ।
দিওয়ালিতে তাঁদের বাড়িতে হাজির ছিলেন সইফের বোন সোহা আলি খান ও তাঁর স্বামী অভিনেতা কুণাল খেমু।
দিওয়ালির সকালে করিনাকে দেখা গেল কালো সালোয়ার কামিজে। রাতে তিনি বেছে নিয়েছেন লাল রঙের উপর সোনালী জরির কাজের সালোয়ার কামিজ।
সইফ অবশ্য দুই বেলাই পরেছিলেন কালো রঙের পাঞ্জাবী ও সাদা প্যান্ট। সোহা পরেছিলেন হলুদ রঙের সালোয়ার কামিজ ও কুণালের পরনে ছিল কালো পাঞ্জাবী ও কালো প্যান্ট সঙ্গে মেরুন জহর কোর্ট।
বাবার মতোই দুই ছেলে অর্থাৎ তৈমুর ও জেহও পরেছিলেন কালো পাঞ্জাবী ও সাদা চোস্ত।
তবে করিনার পোস্ট করা ছবির মধ্যে যে ছবি ভাইরাল হয়ে গেছে তা হল দুই ছেলের সঙ্গে করিনা ও সইফের পারিবারিক। ছবিতে দেখা যাচ্ছে মেঝেতে শুয়ে কাঁদছে জেহ, সইফিনা ব্যস্ত ছবি ক্লিকে আর ভাইকে দেখে হেসে অস্থির তৈমুর। করিনার পোস্ট দেখে হেসে অস্থির নেটদুনিয়া। ছবিতে আলিয়া লিখেছেন কিউটেস্ট। জেহ আর তৈমুরের কান্ড দেখে তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া। কেউ কেউ কমেন্টে লিখেছেন যে সুপারস্টার থেকে আম আদমি সব বাবা-মাদের একই হাল। হাসির রোল নেটদুনিয়ায়।