৫০-এ পা, সইফের জন্মদিনের পার্টিতে `সাইফিনা`র চুম্বনের ভিডিয়ো ভাইরাল
দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন করিনা কাপুর খান, পতৌদি নবাব পরিবারের ইতিমধ্যেই যেন তারই সেলিব্রেশন শুরু হয়ে গেছে।
১৬ অগস্ট ৫০এ পা দিলেন অভিনেতা সইফ আলি খান। 'ছোটে নবাব' তাঁর জন্মদিন পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গে সেলিব্রেট করলেন। শনিবার রাত ১২টা বাজতেই সইফের ফ্ল্যাটে শুরু হয়ে যায় পার্টি।
জানা যাচ্ছে, পতৌদি প্যালেসে ঘটা করেই এই জন্মদিন সেলিব্রেট করার পরিকল্পনা করেছিলেন করিনা, তবে করোনার প্রকোপে তা বাতিল করতে হয়।
সইফের জন্মদিনে হাজির হয়েছিলেন করিশ্মা কাপুর। দেখা গেল বোন সোহা আলি খান ও কুণাল খেমুকেও।
'মিড-ডে'তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সইফের ৫০তম জন্মদিনের পার্টিতে হাজির হওয়ার কথা ছিল প্রাক্তন স্ত্রী অমৃতা সিং, মেয়ে সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের।
তবে আসার কথা থাকলেও শেষপর্যন্ত অমৃতা, সারা কিংবা ইব্রাহিম কাউকেই দেখা গেল না।
এদিকে জন্মদিনের পার্টিতে প্রকাশ্যে সইফ-করিনার চুম্বনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দ্বিতীয়বার মা হতে চলা করিনার চোখেমুখে এদিন উচ্ছ্বাস ছিল স্পষ্ট।