গোলাপী পোশাকে লেন্সবন্দি করিনা, বেবি বাম্প নিয়েও স্টাইল আইকন সইফ-ঘরণী
আর কয়েকদিনের মধ্যে দ্বিতীয় সন্তানের মা হবেন করিনা কাপুর খান। অন্তঃসত্ত্বা করিনা এবারেও যেন বি টাউনের স্টাইল আইকন
বেবি বাম্প নিয়ে কখনও দিদি করিশ্মার সঙ্গে ফটোশুট করতে দেখা যাচ্ছে বেবোকে আবার কখনও সিনেমার শ্যুটিংয়ের জন্য তড়িঘড়ি মুম্বই থেকে উড়ে যাচ্ছেন দিল্লিতে
কখনও আবার কাপুর খানদানের করওয়া চৌথের পারিবারিক জমায়েতে হাজির হচ্ছেন তিনি
অন্তঃসত্ত্বা করিনা যে এবারেও তাঁর কাজকে কোনওভাবেই অবহেলা করছেন না শরীরের জন্য, তা স্পষ্ট হচ্ছে বিভিন্নভাবে
বর্তমানে মুম্বইতে সইফ এবং তৈমুরের সঙ্গে রয়েছেন করিনা