করণের সঙ্গে কাজ করার কথা শুনলেই চমকে ওঠেন করিনা
২০০১ সালে করণ জোহরের সিনেমা কভি খুশি কভি গম-এ অভিনয় করেন করিনা কাপুর খান। কভি খুশি কভি গম-এ পু-কে কাস্ট করানোর পর কেটে গিয়েছে কয়েক দশক। তারপর থেকে করণ জোহরের সঙ্গে অন্য কোনও সিনেমায় দেখা যায়নি করিনাকে।
কভি খুশি কভি গম-এর পর এবার তখত-এ ফের দেখা যাবে করিনাকে। এই সিনেমায় রণবীর সিং, বিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সইফ-ঘরণীকে।
করণের সঙ্গে কাজ করতে হবে শুনলে তিনি চমকে ওঠেন। তখত-এর শ্যুটিং নিয়ে সম্প্রতি এমনই মন্তব্য করেন বেবো বেগম। তিনি বলেন, একসঙ্গে কাজ করা করণ, করিনা দুজনের কাছেই চনকে ওঠার মতো বিষয়। কিন্তু কেন করিনা এই মন্তব্য করলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি
সম্প্রতি করণ জোহর বলেন, তিনি যদি বিয়ে করতেন, তাহলে করিনাই হতেন তাঁর ঘরণী। করিনাকে বরাবরই তাঁর বেশ পছন্দ বলেও মন্তব্য করেন করণ জোহর
পাশাপাশি ভবিষ্যতে করণ জোহরের মেয়ে রুহির সঙ্গে ভবিষ্যতে করিনা পুত্র তৈমুরের বিয়ে দেবেন বলেও ইচ্ছা প্রকাশ করেন বলিউডের জনপ্রিয় পরিচালক। যদিও বিষয়টি নিয়ে পালটা কোনও মন্তব্য করেননি করিনা কাপুর খান