সামনে এল Saif-Kareena-র ছোট ছেলে জেহ, ভাইরাল Taimur-র ভাই জাহাঙ্গীরের প্রথম ঝলক

Fri, 13 Aug 2021-5:35 pm,

অবশেষে ছোট ছেলে 'জেহ' ওরফে জাহাঙ্গীর আলি খানকে প্রকাশ্যে আনলেন সইফ-করিনা। করিনার দ্বিতীয় সন্তানের নাম নিয়ে যতই বিতর্ক হোক না কেন, শুক্রবার জেহকে নিয়ে সইফ-করিনা বাড়ির বাইরে বের হতেই তাঁদের ঘিরে ধরে পাপারাৎজির ক্যামেরা। 

শুক্রবার রণধীর কাপুরের বাড়িতে পারিবারিক মধ্যাহ্নভোজের আমন্ত্রণে যোগ দিতেই ছোট ছেলেকে নিয়ে বের হয়েছিলেন সইফ আলি খান ও করিনা কাপুর খান। গাড়ি থেকে নামতেই লেন্সবন্দি হল ছোট্ট জেহ। 

 

 

ছবি সৌজন্য-মানব মাঙ্গলানি

এদিন ছোট্ট নবাবপুত্তুরের পরনে ছিল নীল রঙের একটি টি-শার্ট আর প্যান্ট। গোলগাল মিষ্টি চেহারার  নিমেষে সকলের মন কাড়ল এই খুদে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন জেহ-র ছবি ও ভিডিয়ো। 

 

 

ছবি সৌজন্য-যোগেন শাহ

 তৈমুরের মতো যাতে তার ভাই জেহকেও বারবার পাপারাৎজির ক্যামেরার মুখে না পড়তে হয়, তার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন সইফ-করিনা। তবে শেষরক্ষা হল না তাই তো বছরের শুরুতে জেহ-র জন্ম হলেও তাঁকে এতদিন সামনে আনেননি সইফিনা। এমনকী, কিছুদিন আগেই জানা গিয়েছে ছোট্ট নবাবের নাম!

 

 

ছবি সৌজন্য-ভাইরাল ভায়ানি

তৈমুর আলি খানের মতো জাহাঙ্গীর আলি খান- নাম নিয়েও চলছে বিতর্ক। মুঘল সম্রাটের নামে ছেলের নাম রাখার জন্য সমালোচনার মুখে করিনা। তবে জাহাঙ্গীর নাম রাখার কারণ নিয়ে এখনও কোনও ব্যাখ্য়া দেননি সইফ-করিনা

ছবি সৌজন্য-ভাইরাল ভায়ানি

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link