রাজীবের মৃত্যুর পর বাবার জন্মদিনের পার্টি করায় ট্রোলের মুখে Kareena-রা
গত ৯ ফেব্রুয়ারি মৃত্যু হয় রাজীব কাপুরের। রাজীব কাপুরের মৃত্যুর পর কাপুর বাড়ির সদস্যরা কীভাবে রণধীরের জন্মদিনে পার্টি করলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেট জনতার একাংশ। রণধীর কাপুরের জন্মদিন উপলক্ষ্যে করিনা, করিশ্মা, রণবীররা কীভাবে উৎসবে মেতে উঠতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে
১৫ ফেব্রুয়ারি ৭৪-এ পড়েন রণধীর কাপুর। বাবার জন্মদিন উপলক্ষ্যে এক জায়গায় দেখা যায় করিনা কাপুর, করিশ্মা কাপুরদের। করিনা, করিশ্মাদের পাশাপাশি রণবীর, আলিয়াদের ছবিও উঠে আসে যায়। যা দেখে ট্রোলের মুখে পড়েন রণধীররা
করোনার জেরে রাজীব কাপুরের শ্রাদ্ধের অনুষ্ঠান করতে পারবেন না বলে যাঁরা জানান, তারা কীভাবে রণধীর কাপুরের পার্টিতে মেতে উঠতে পারেন বলে প্রশ্ন তোলেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, এঁরা একেবারে হৃদয়হীন। রাজীব কাপুরের মৃত্যুর তেরোদিন পর্যন্ত তো এঁরা অপেক্ষা করতে পারতেন। তেরোদিন কাটার পরই না হয় কাপুররা পার্টি করতেন বলে অনেকে মত প্রকাশ করেন। কেউ আবার করিনাদের লাজলজ্জাহীন বলে কটাক্ষ করেন
পরিবারের একজন সদস্যকে হারানোর কয়েকদিনের মধ্যে কীভাবে অন্যরা পার্টি করতে পারেন বলে করিনা, করিশ্মাকে কটাক্ষ করেন অনেকে
ট্রোলের মুখে পড়ে পালটা মুখ খুলতে বাধ্য হন রণধীর কাপুর। তিনি বলেন, কোনও পার্টির আয়োজন করা হয়নি। পরিবারের লোকেরা সবাই দেখা করেন। রাজীবের মৃত্যুর রেশ কাটিয়ে উঠতে পারেননি। তারমধ্যেই তাঁরা কীভাবে পার্টি করবেন বলেও পালটা প্রশ্ন তোলেন রণধীর কাপুর
প্রসঙ্গত, রণধীর কাপুরের ৭৪ বছরের জন্মদিনে করিনা, করিশ্মার পাশাপাশি রণবীর কাপুরের সঙ্গে হাজির হন আলিয়া ভাট। অন্যদিকে আদর জৈনের সঙ্গে দেখা যায় তারা সুতারিয়াকে হাজির হতে। এরপরই প্রশ্ন তোলেন অনেকে। রাজীব কাপুরের চৌথা যাঁরা করোনার ভয়ে পালন করতে পারলেন না, তাঁরা কীভাবে হাসি মুখে রণধীরের জন্মদিনের পার্টি করতে পারেন বলে প্রশ্ন তোলা হয়।
গত ৯ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজীব কাপুরের। রাজীব কাপুরের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েন রণধীর কাপুর। গত ২ বছরের মধ্যে মা এবং ৩ ভাইবোনকে হারিয়ে, কাপুর বাড়িতে তিনি একা পড়ে রয়েছেন বলেও মন্তব্য করতে শোনা যায় রণধীর কাপুরকে