সন্ত্রস্ত আফগানিস্তানে হাসি বিলিয়ে বেড়ান করিম, এই যুগে তিনিই চার্লি চ্যাপলিন

Suman Majumder Sun, 11 Nov 2018-1:51 pm,

ভীত, সন্ত্রস্ত আফগানিস্তানে হাসির খোরাক জুগিয়ে চলেছেন তিনি। করিম আসির। একের পর এক কমেডি পারফরম্যান্সে মুগ্ধ করছেন দেশের মানুষকে।

করিম মূলত ইরানের মানুষ। ১৯৯৬-তে সপরিবারে আফগানিস্তানে চলে আসেন করিম। 

ছোট থেকেই চার্লি চ্যাপলিনের অন্ধ ভক্ত। ইরানিয়ান টিভিতেই করিম প্রথমবার চ্যাপলিনের সিনেমা দেখেন। তার পর থেকেই গুরুকে অনুকরণ ও অনুসরণের চেষ্টা করে শিষ্য।

গত বেশ কয়েক বছর ধরে চ্যাপলিনের মতো অভিনয় করে মানুষকে হাসির খোরাক জোগান করিম। 

যেভাবে চ্যাপলিন নিজের হাবভাব, অভিনয় দিয়ে মানুষকে দুঃখ-দুর্দশা ভোলানোর চেষ্টা করতেন, ঠিক সেভাবেই করিমও চেষ্টা করেন জীবনের যাবতীয় সমস্যা হাসির মোড়কে মুড়ে ফেলতে। 

আফগানিস্তানের বিভিন্ন দর্শনীয় স্থানে দেখা মেলে করিমের। ঘুরতে ঘুরতে লোক হাসান। 

তবে ভয়ও রয়েছে। করিম বলছিলেন, ''আমার উপর যে কোনও মুহূর্তে আত্মঘাতী বোমা হামলা হতে পারে। এখানে অনেকে আমার এই প্রচেষ্টাকে ইসলাম বিরোধী বলে গণ্য করে। তবে কোনও ভয়ই আমাকে আমার কাজ থেকে বিরত করতে পারবে না।''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link