Karim Benzema-Jordan Ozuna: বিবারের প্রাক্তন এখন বেঞ্জেমার বর্তমান! রিয়াল রত্নর লাভ অ্যাফেয়ার নিয়ে চর্চা

Subhapam Saha Sun, 26 Feb 2023-3:46 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ও ব্যালন ডি'অর জয়ী ফরাসি ফুটবলার করিম বেঞ্জেমা। তাঁর ব্যক্তিগত জীবনেও এসেছে বেশ কিছু পরিবর্তন। জানা যাচ্ছে যে বেঞ্জেমার জীবনে নতুন বসন্ত এনেছেন জর্ডন ওজুনা। কে এই জর্ডন, বেঞ্জেমার সঙ্গে সম্পর্কের ঠিক কী সমীকরণ। এই নিয়েই চলছে চর্চা।

জর্ডন ওজুনা মার্কিনি মডেল। যদিও ওয়েট্রেস হিসেবেই পেশাদার জীবনে পথচলা শুরু করেছিলেন তিনি।

 

৩২ বছরের মডেল পপ-স্টার জাস্টিন বিবারের সঙ্গে ২০১৩ সালে ডেট করতেন। এমনটাই খবর ছিল সেসময়। পাশাপাশি ব়্যাপার পাফ ড্য়াডিকেও জর্ডন ডেট করেছেন ২০২০ সালে।

 

বেঞ্জেমা-জর্ডনের এখনও কোনও সন্তান নেই। বেঞ্জেমার এক কন্যা ও এক পুত্র রয়েছে। যা অতীতের সম্পর্কের ফসল।   

 

২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি বেঞ্জেমার গার্লফ্রেন্ড কোল দে লনায় জন্ম দেন কন্যা মেলিয়ার। ২০১৭ সালে বেঞ্জেমা ফের বাবা হন। বেঞ্জেমার স্ত্রী কোরা গথিয়ার পুত্রসন্তান ইব্রাহিমের জন্ম দেন। 

 

২০১৬ সালের ডিসেম্বরে বেঞ্জেমা বিয়ে করেন কোরা গথিয়ারকে। তবে তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে বলে কোনও সরকারি খবর পাওয়া যায়নি।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link