প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন! ৫ জুলাই থেকে কার্যকর এই রাজ্যে

Sun, 28 Jun 2020-9:51 am,

রোখা যাচ্ছে না সংক্রমণ। কাজের জন্য মানুষকে বাইরে বেরোতেই হচ্ছে। কিন্তু ছুটির দিন, রবিবার যেন সেভাবে লোকে বাইরে বেরিয়ে জমায়েত না করেন। তাই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের।

এবার থেকে রবিবার সম্পূর্ণ লকডাউন। ৫ জুলাই থেকে এই নির্দেশ কার্যকরী হবে।

 

করোনার বাড়বাড়ন্তের জন্য এভাবেই নিয়ম শুরু করল কর্নাটক৷ এসেনশিয়াল সার্ভিস বা অপরিহার্য পরিষেবাতে শুধুমাত্র মিলবে ছাড়৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর অফিস থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷

 

সরকারি সব অফিসও হবে ৫ দিন৷ শনিবার থাকবে বন্ধ৷ এই নিয়ম শুরু হবে ১০ জুলাইয়ের পর থেকে৷ রাজ্যে কারফিউ রাত ৯ বদলে শুরু হবে রাত ৮ থেকে, চলবে ভোর ৫টা পর্যন্ত৷ পশ্চিমবঙ্গে অবশ্য কার্ফুর সময়সীমা কমিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে রাত ৯টা ভোর ৫টা পর্যন্ত কার্ফু থাকলেও এখন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু চলছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link