গুরু নানকের জন্মদিনের উত্সবের জন্য তৈরি করতারপুর, ছবি টুইট করলেন ইমরান খান
শিখ পুণ্যার্থীদের জন্য তৈরি করতারপুর ও দরবার শাহিব গুরুদ্বার। সেই ছবি টুইট করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
এবার গুরু নানকের ৫৫০তম জন্মদিন। ফলে সেজে উঠেছে নানকের জন্মস্থান নানকানা শাহিব ও করতারপুর। ৯ নভেম্বর উদ্বোধন করা হবে করতারপুর করিডোরের।
ইমরান খান টুইট করেছেন, শিখ পুণ্যার্থীদের জন্য তৈরি করতারপুর।
অন্য একটি টুইটে ইমরান লিখেছেন, গুরু নানকের জন্মদিনের কথা মাথায় রেখে খুব দ্রুত সাজিয়ে তোলা হয়েছে করতারপুরকে। এই নির্মাণ কাজের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন তাদের ধন্যবাদ।
পঞ্জাবের ডেরা বাবা নানক সৌধে সঙ্গে পাকিস্তানের করতারপুরের দরবার শাহিবকে যোগ করবে করতারপুর করিডোর। পঞ্জাব সীমান্ত থেকে পাকিস্তানের নারওয়াল জেলার করতারপুর মাত্র ৪ কিলোমিটারের পথ।
গুরু নানকের জন্মদিন উপলক্ষে রোজ ৫০০০ শিখ পুণ্যার্থী করতারপুরের দরবার সাহিবে যাবেন এমনটাই দুদেশের মধ্যে ঠিক হয়েছে।
সারা বছরই এই করিডোর খোলা থাকবে যাতে পুণ্যার্থীরা বছরভর সেখানে যেখানে যাতে পারেন।