বোনের জন্মদিন, নিজের হাতে কেক বানালেন কার্তিক আরিয়ান
১ এপ্রিল বোন কৃতিকা তিওয়ারির জন্মদিন সেলিব্রেট করছেন কার্তিক আরিয়ান।
বোনের জন্মদিনে নিজের হাতে কেক বানালেন অভিনেতা কার্তিক আরিয়ান।
বোনের জন্মদিনে তাঁর জন্য কেক বানানোর ছবি শেয়ার করে কার্তিক লেখেন, ''লকডাউনেক ফলে এই সুবিধা মিলেছে ৭ বছর পর একসঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে পারছি। ছোট্ট কেক বানিয়েছি। শুভ জন্মদিন ডক্টর কিকি।''
প্রসঙ্গত, কার্তিক আরিয়ানের মা ও বাবা দুজনই চিকিৎসক। তাঁর বোনও MBBS কমপ্লিট করেছেন।
গত বছরই কার্তিক আরিয়ানের বোন কৃতিকা MBBS কমপ্লিট করেছেন। যেকথা সকলকে জানিয়ে কার্তিক বলেছিলেন, তাঁর বোনই তাঁর মা-বাবার স্বপ্ন পূরণ করছেন। যেটা তিনি করতে পারেননি।
গত বছরই রাখি পূর্ণিমাতে দাদাকে রাখি বাঁধেন বোন কৃতিকা তিওয়ারি। উপহার হিসাবে কার্তিক তাঁকে একটি ফোন কিনে দেন।