Kartik Aryan-Sara Ali Khan Viral Photo: উদয়পুরে প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা! ফের ভাইরাল কার্তিক-সারার ছবি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল সারা আলি খান ও কার্তিক আরিয়ান।
উদয়পুরে হঠাৎ দেখা দুই প্রাক্তনের। কার্তিকের পরনে ছিল সাদা টিশার্ট ও সারা আলির পরনে ছিল সাদা ক্রপ টপ ও কালো প্যান্ট।
হাসিমুখে একে অপরের সঙ্গে আড্ডা দিতে দেখা গেল কার্তিক ও সারা আলি খানকে। তাঁদের ফের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ফ্যানেরা।
শেহেজাদার প্রচারে উদয়পুরে হাজির হয়েছেন কার্তিক আরিয়ান।
অন্যদিকে মায়ের সঙ্গে উদয়পুরে ছুটি কাটাতে গিয়েছেন সারা আলি খান। সেখানেই তাঁদের একে অপরের সঙ্গে দেখা।