kartik puja 2024: এ বছর কবে কার্তিক পুজো? জেনে নিন দেবসেনাপতির অশেষ মাহাত্ম্য...
এই বছর কার্তিক পূর্ণিমা পড়ছে আগামী ১৫ নভেম্বর। সকাল ৬টা ১৯ মিনিটে। তিথি শেষ হচ্ছে পরদিন ১৬ নভেম্বর রাত ২টো ৫৮ মিনিটে।
এবার কার্তিক সংক্রান্তি পড়েছে ১৬ নভেম্বর, শনিবার। পর দিন থেকে শুরু অগ্রহায়ণ মাস। তার আগের দিন ১৫ নভেম্বর একাধারে কার্তিক পূর্ণিমা, দেবদীপাবলি এবং রাসপূর্ণিমা।
কার্তিক পুজোর শুভ সময় ১৬ নভেম্বর ৪.৫৫ থেকে ৬.২৬ পর্যন্ত। এর পরে আবার রাত ৮.০৫ থেকে ১০.১১ পর্যন্ত পুজোর শুভ সময়।
প্রচলিত লোকবিশ্বাস, নিষ্ঠা ভরে কার্তিক পুজো করলে অপুত্রকের সন্তানলাভ হয়। সন্তানের মঙ্গল হয়।
বাংলায় কার্তিক পুজোর সঙ্গে জড়িয়ে রসিকতা। নববিবাহিতদের বাড়িতে অনেকেই কার্তিক ঠাকুর ফেলে মজা করেন।
যাঁরা গোপনে কার্তিক ঠাকুর ফেলেন তাঁরাই অবশ্য কিছুটা খরচ দেন। আবার সন্ধেবেলা খেতেও আসেন পুজো বাড়িতে। সব মিলিয়ে একটা মজার পরিবেশ।