মাঝেরহাট রেশ কাটার আগেই ফের বিপত্তি, হঠাত্ ফুলে উঠল শহরের এই ব্রিজ,

Sat, 22 Sep 2018-11:31 pm,

 মাঝেরহাট বিপর্যয়ের রেশ এখনও তাজা। শহরে ফের ব্রিজ-বিপত্তি। এবার টালিগঞ্জের করুণাময়ী ব্রিজে। 

কোনও দুর্ঘটনা বা বিপর্যয় নয়। শনিবার সেতুর উপরে দুটি গার্ডারের সংযোগস্থলের কিছুটা অংশ হঠাত্ই ফুলে ওঠে। আর বিষয়টি নজরে আসতেই যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। শনিবার বিকেলে হঠাত্ই ব্রিজের একাংশের পিচ ফুলে ওঠে।

দেখা যায়, একটি গার্ডারের সংযোগস্থলে ফুলে উঠেই এই কাণ্ড। ব্রিজের ওই অংশ ইস্পাতের চাদরে ঢেকে ফের শুরু হয় যান চলাচল। আতঙ্কের কোনও কারণই নেই, আশ্বাস প্রশাসনের।  

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর বেহালামুখী প্রচুর গাড়ির চাপ এসে পড়েছে এই করুণাময়ী সেতুর উপর। এই ব্রিজে কোনো সমস্যা হলে চরম দুর্ভোগ পোহাতে হবে গোটা দক্ষিণ কলকাতাকে!

এই সেতুর শরীর-স্বাস্থ্য নিয়ে এখন বাড়তি সতর্ক প্রশাসন। বিপত্তির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে যান ইঞ্জিনিয়াররা। ইস্পাতের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয় ব্রিজের ওই অংশ। 

 

পরীক্ষায় দেখা যায়, ব্রিজের একটি এক্সপ্যানশান জয়েন্টের পিচ ফুলে উঠেই বিপত্তি।ব্রিজের ওই জয়েন্ট থেকে পিচ সরানোর জন্য কাজ করছিল। সেই কাজ করতে গিয়েই ব্রিজের কিছুটা অংশ ফুলে-ফেঁপে ওঠে।

 

খবর পেয়েই ঘটনাস্থলে পৌছে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি বলেন,''একটা তিন ইঞ্চির ডিপ্রেসন রয়েছে। কালকে কেটে দেওয়া হবে''।

এই কাণ্ডের জেরে এলাকায় কিছুক্ষণের যানজটও হয়। তবে দ্রুত যান নিয়ন্ত্রণে নামে পুলিস-প্রশাসন। 

ব্রিজে কোনও সমস্যা নেই। তবুও রবিবার কেএমডিএ-র বিশেষজ্ঞরা ব্রিজ ঘুরে দেখবেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link