Kashi Bose Lane Durga Puja: কাশী বোস লেনে `চাই না হতে উমা` দিয়ে আজই শুরু পুজো...
উত্তর কলকাতার প্রাচীনতম বারোয়ারি পূজাগুলির মধ্যে অন্যতম কাশী বোস লেন এবারে চমকে দিয়েছে তাদের ব্যতিক্রমী থিম-ভাবনা দিয়ে।
১৯৩৭ সালে, ৮৬ বছর আগে, শুরু হওয়া এই পুজো আজও কলকাতার অন্যতম শারদ-আকর্ষণ। প্রতিবছরই এই পুজো কিছু না কিছু বিশেষ আইটেমের মাধ্যমে দর্শকদের মধ্যে সাড়া ফেলে দেয়।
শুদ্ধ আচারে পুজো এবং ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দর্শনার্থীদের ভোগ বিতরণ-- এ হল এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য।
বছরে পাঁচদিনের জন্য কৈলাস থেকে উমা আসেন। তাঁকে আমরা সাদরে ফিরিয়ে আনি ঘরে, তাঁকে বরণ করি। তাঁকে পুজোও করি।
কিন্তু আমাদেরই ঘরের তো কতশত উমা আছেন! তাঁরা হারিয়ে যান চোরাগলির বাঁকে।
তাদের বরণ করে ঘরে ফিরিয়ে আনার ভার কে নেবে আজ?
অন্ধকার জীবনের হাজার আঘাতের পর তারা কিন্তু আর উমা হতে চান না। এবার পুজোয় তাঁদের ঘরে ফেরানোর গাথাই লিখতে চাইছে কাশী বোস লেন।