বিচ্ছিন্নতাবাদীদের ওপরে চাপ বাড়াল এনআইএ, গ্রেফতার জেকেএলএফ নেতা ইয়াসিন মালিক

Wed, 10 Apr 2019-7:05 pm,

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের ওপরে চাপ বাড়াল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। বুধবার গ্রেফতার করা হল জেকেএলএফ নেতা ইয়াসিন মালিককে।

কেন গ্রেফতার? জম্মু ও কাশ্মীরের জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের টাকা জোগানোর একটি মামলা ছিল মালিকের বিরুদ্ধে।

মঙ্গলবার জম্মুতে এনআইএর একটি বিশেষ আদালত মালিককে হেফাজতে নিয়ে জেরার অনুমতি দেয়। তার পরেই তাঁকে আনা হয় রাজধানীতে।

মঙ্গলবার সন্ধেতেই তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। ফেব্রুয়ারি মাসে তাঁকে আটক করে জম্মু কোট বালওয়াল জেলে আনা হয়।

ইয়াসিন মালিকের সংগঠন জেকেএলএফকে নিষিদ্ধ করে কেন্দ্র। ওই সংগঠনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে সিবিআইয়ে। এর মধ্যে একটি হল মুফতি মহম্মদ সইদের কন্যা রুবিয়া সইদকে অপহরণের মামলা। পাশাপাশি ১৯৯০ সালে ৪ বায়ুসেনা জওয়ানকে হত্যার অভিযোগও রয়েছে জেকেএলএফের বিরুদ্ধে।

জঙ্গিদের টাকার জোগান দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৩০ মে ইয়াসিন মালিকের বিরুদ্ধে মামলা করে এনআইএ। অভিযোগ ছিল, হাওলা ছাড়াও অন্যান্য উপায়ে টাকা তোলা ও জম্মু-কাশ্মিরে অশান্তি ছড়ানোর অভিযোগ ছড়ানোর চেষ্টা করছেন ইয়াসিন মালিক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link