‘করতারপুর করিডোর খোলা আইএসআইয়ের একটি গেমপ্ল্যান, সতর্ক থাকতে হবে’
করতারপুর করিডোর নিয়ে এত হইচই হলেও তাকে কোনও খুশির খবর বলে মানতে চান না পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এটিকে পাকিস্তানের ষড়যন্ত্র বলেই বর্ণনা করলেন ক্যাপ্টেন।
রবিবার এক অনুষ্ঠানে অমরিন্দার সিং বলেন, করতারপুর করিডোর খোলা আইএসএইয়ের একটি গেম প্ল্যান।
পাক সেনাবাহিনী করিডোর খুলে একটি বড় ষড়যন্ত্রের সূচনা করল বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
করিডোর খোলার মাধ্যমে যে বার্তাই আসুক না কেন পাকিস্তান ফের পঞ্জাবে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করছে। এনিয়ে সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেন অমরিন্দার সিং।
ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই করিডোর খোলার বিষয়টি সিধুকে জানিয়ে দেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। এমনটাই দাবি অমরিন্দারের।
করতারপুর করিডোর খোলার ব্যাপারে চেষ্টা করেছিলন ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং। দাবি অমরিন্দরের। পাশাপাশি তিনি এও দাবি করেন, তিনিও পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি ওই করিডোর খোলার অনুরাধ করেন। তবে এতদিন তা সফল হল।