Katrina-Vicky Mehendi: ক্যাটরিনার হাতে লক্ষ টাকার মেহেন্দি, কেন এমন বিপুল দাম?
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তার আগেই সওয়াই মাধোপুরের বারওয়ারা ফোর্টের সিক্স সেন্সেসে শুরু হয়ে গেছে সেলিব্রেশন।
সঙ্গীত, মেহেন্দির অনুষ্ঠানে সামিল হয়েছে ক্যাটরিনা ও ভিকির পরিবার। ভিকির নামে মেহেন্দি লাগালেন ক্যাটরিনা।
অরগ্যানিক মেহেন্দিতেই সেজে উঠছেন আগামীর বধূ। যোধপুরের পালি জেলার সোজাত মেহেন্দি তৈরি করা হয়েছে ক্যাটরিনার জন্য।
অরগ্যানিক যে মেহেন্দিতে ক্যাটরিনা ভিকির নাম লিখেছেন তার মূল্য ১ লক্ষ টাকা। বিয়ের জন্য লক্ষাধিক টাকার মেহেন্দি আনা হয়েছে ফোর্টে।
ক্যাটরিনার মেহেন্দিতে কোনও কেমিক্যাল ব্যবহার করা হয়নি। কিছুদিন আগেই এই মেহেন্দির স্যাম্পেল পাটানো হয়েছিল ক্যাটের কাছে। নায়িকা নিজেই ফাইনাল করেছেন সেই মেহেন্দি। পুরোপুরি হাতে তৈরি করা হয় এই অরগ্যানিক মেহেন্দি।
হেনা গাছের পাতা তুলে সেই পাতা শুকানো হয় রোদে। শুকনো পাতা হাতে বেটে তৈরি করা হয় মেহেন্দির গুঁড়ো। সেই মেহেন্দির গুঁড়োর সঙ্গে মেশানো হয়েছে লবঙ্গের তেল ও ইউক্যালিপটাস এবং কিছু হার্বস।
প্রিয়াঙ্কা চোপড়াও তাঁর বিয়েতে এই অরগ্যানিক মেহেন্দি ব্যবহার করেছিলেন।
প্রিয়াঙ্কার পাশাপাশি দীপিকাও পরেছিলেন অরগ্যানিক মেহেন্দি। তবে শোনা যাচ্ছে ক্যাটরিনার থেকে এক টাকাও নেননি এই মেহেন্দি প্রস্তুতকারী ব্যক্তি।