শুরু হচ্ছে Kaun Banega Crorepati 13, গেম শোয়ে আসছে নতুন ৫টি পরিবর্তন

Thu, 19 Aug 2021-2:31 pm,

আগামী ২৩ অগস্ট থেকে টেলিভিশনের পর্দায় আসতে চলেছে অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় শো 'কৌন বনেগা ক্রোড়পতি-১৩'। তবে আগের সিজনগুলির থেকে এবার নিয়মাবলীতে বেশকিছু পরিবর্তন আসতে চলেছে।

সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের প্রতিবেদন অনুসারে এবার এই গেম শোতে মোট পাঁচটি পরিবর্তন আনা হয়েছে। প্রথমত, এইবার Fastest Finger-এর অপশানটি থাকছে না। পরিবর্তে, প্রতিযোগীদের চারটি বিকল্প সহ তিনটি সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। যিনি সেগুলির উত্তর দ্রুত দেবেন, তিনিই হট সিটে থাকবেন। 

দ্বিতীয় পরিবর্তনে এই সিজনে আবারও  Audience Poll (দর্শকরা ভোট দিতে পারবেন) অপশানটি ফিরিয়ে আনা হয়েছে। যেহেতু এবার শো স্টুডিওতে দর্শক নিয়েই হবে, তাই নির্মাতারা লাইফ লাইন ফিরিয়ে এনেছেন।

তৃতীয়ত পরিবর্তনে  'কৌন বনেগা ক্রোড়পতি-১৩'র সেটটি নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। সেটের মেঝেটি এলইডি দিয়ে ডিজাইন করা থাকবে।  'অগমেন্টেড রিয়েলিটি' ধারণাটি চালু করা হচ্ছে। দর্শকরা এবার মটোর চালিত ভার্চুয়াল সিলিং এবং গেমপ্লে গ্রাফিক্সও দেখতে পাবেন।

চতুর্থ পরিবর্তন হল, এবার শোয়ের বিশেষ পর্বের জন্য এবং যেদিন বাস্তবের নায়করা উপস্থিত হবেন, সেদিন শোয়ের সঞ্চালক হিসাবে অমিতাভ বচ্চন উপস্থিত থাকবেন না। শুক্রবার, কোনও সামাজিক কারণে তারকারা এই গেম শোতে খেলতে আসবেন। 

এই  'কৌন বনেগা ক্রোড়পতি-১৩' শোয়ে সর্বশেষ পরিবর্তন হল যে এবারের গেম টাইমারটির নাম 'ধুক ধুকি জি'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link