Nati Binodini: নটী বিনোদিনীর শুভ মহরৎ, গিরিশ ঘোষ-রাঙাবাবু-কুমার বাহাদুরের চরিত্রে কোন কোন অভিনেতা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের প্রথম বাংলা ছবি 'বিনোদিনী-একটি নটীর উপাখ্যান'। ছবির টিজার থেকেই দর্শক মহলে কৌতুহল শুরু হয়। বিনোদিনীর চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। শনিবার হয়ে গেল এই ছবির মহরৎ।
এই চরিত্রের জন্য সুদীপ্তা চক্রবর্তীর কাছে ওয়ার্কশপ করছেন তিনি। নাচের প্রশিক্ষণ নিচ্ছেন। চরিত্রে নিজেকে যাতে মানায় সেই কারণে নিজের ওজনও খানিকটা বাড়িয়েছেন নায়িকা। ডায়েট ভুলে সবরকম খাবার খাচ্ছেন তিনি। মিষ্টি খাচ্ছেন চুটিয়ে।
ছবিতে রুক্মিণীর চরিত্রটি ঘোষণা হলেও প্রশ্ন ছিল বাকি গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে কোন কোন অভিনেতাকে দেখা যাবে?
দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ছবিতে নটি বিনোদিনীর জীবন বড় পর্দায় ফুটে উঠবে। নটি বিনোদিনীর জীবন ছিল পরিশ্রম,সাফল্য এবং ত্যাগে ভরপুর।
ছবিতে বিনোদিনীর মতই গুরুত্বপূর্ণ একটি চরিত্র গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। রুক্মিণীর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন রাহুল বোস। রাঙাবাবুর চরিত্রে দেখা যাবে তাঁকে।
ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীরকে ও কুমার বাহাদুরের চরিত্রে অভিনয় করবেন ওম সাহানি। ছবিতে সংগীতের দায়িত্বে রয়েছেন সৌরেন্দ্র ও সৌম্যজিৎ।