আজ কৌশিকী অমাবস্যায় কী করলে আসবে সৌভাগ্য? রইল উপায়
সনাতন ধর্মের মানুষদের কাছে আলাদা মাহাত্ম্য রয়েছে অমাবস্যার। কৌশিকী অমবস্যার আলাদা তাত্পর্য রয়েছে। আমবস্যায় কয়েকটি টোটকা অনুসরণ করলে জীবনে উন্নতি লাভ হয়।
কাল সর্পের দোষ থাকা ব্যক্তিদের জন্য কৌশিকী আমবস্যার রাত অত্যন্ত লাভদায়ী। কাল সর্প দোষ ধারীরা শিব পুজো করুন। ফল পাবেন হাতেনাতে।
পরিশ্রম করেও ফল পাচ্ছেন না। কৌশিকী অমাবস্যার রাতে জলভর্তি নারকেল নিয়ে পাঁচ টুকরো করুন। সারা রাত বাড়ির দুয়ারে টুকরোগুলি রাখুন। সকালে উঠে সেগুলি দূরে কোথাও ফেলে আসুন।
রাতে কুয়োয় এক চামচ দুধ ফেলুন। দুঃখ দূর হবে।
হাতে বা গলায় লাল সুতো থাকলে অমাবস্যার রাতে নির্জন জায়গায় গিয়ে তা রেখে আসুন। মাসের শুরুতে লাল সুতো হাতে বাঁধুন বা গলায় পড়ুন। অমাবস্যার রাতে তা নির্জনস্থানে রেখে আসতেও পারেন।
অমাবস্যায় আটা মেখে গুলি তৈরি করুন। সেগুলি মাছকে খাওয়ান।