সম্পর্ককে অটুট বন্ধন রাখতে জেনে রাখুন, বিয়ে নিয়ে অজানা কয়েকটি মিথ
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে একে অপরের প্রতি প্রতিশ্রুতি, বিশ্বাস, বোঝাপড়া, সমঝোতা জড়িয়ে। বিবাহ সম্পর্কে কয়েকটি মিথ রয়েছে । সম্পর্কে থাকতে একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। জেনে নিন বিয়ে নিয়ে কয়েকটি মিথ।
বিয়ে করলেই জীবনে সুখ ও পরিপূর্ণতা আসবে এমনটা নয়, ভালোবাসার মানুষের সঙ্গে থাকলে পরিপূর্ণ ও ভালো লাগবে, কিন্তু সেই অনুভূতি চিরকাল থাকবে না, তাই ভাল রাখতে ও ভাল থাকতে একে ওপরের প্রতি যত্নশীল হন।
শেষ পর্যন্ত নিজেকে ভাল রাখাটাই যে-কোনও সম্পর্কেj গুরুত্ব, নিজেকে সুখী হওয়ার উপায় খুঁজে বের করতে হবে, নিজে ভাল থাকলে আপনার পার্টনারকেও ভাল রাখতে পারবেন।
আপনার পার্টনারের সঙ্গে বিয়ে করেছেন বলেই তার উপরে নির্ভরশীল এমনভাবে হবেন না, যাতে তার চাপ মনে হতে পারে।
পার্টনারকে বিরক্ত করবেন এবং লড়াই করবেন কিন্তু একে ওপরকে সম্মান না করে কিছু করবেন না।
বিয়ে নিয়ে একটা মিথ রয়েছে, বিয়ের অনেক বছর পরে যৌন জীবন ধীরে ধীরে বিরক্তিকর এবং উদ্বেগজনক হয়ে উঠবে। আসলে তা একেবারেই মিথ, আপনার পার্টনারের সঙ্গে যৌন জীবন কেমন তা নির্ভর করবে আপনাদের দুজনের সম্পর্কের সমীকরণের উপর।
দুশ্চিন্তা এবং হতাশায় ভুগছেন এমন সময়ে পার্টনারের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন, একাকিত্ব কাটিয়ে নিজেকে ও পার্টনারকে ভাল রাখুন।
অনেকেরই মনে হয়, সম্পর্কে কোনও অসুবিধে থাকলে সেক্ষেত্রে কোনও সন্তান আসলে, সম্পর্ক ভাল হয়ে যায়।
একটি শিশুকে জীবনে আনলে সেই মুহূর্ত সত্যি মধুর হয় তবে সম্পর্ক ঠিক করার জন্যে বাচ্চা হওয়া নিলে তাতে হিতে-বিপরীত হতে পারে।