Wayanad Landslide: `সবকিছু গিলে খাবে ভূমিধস!` ১ বছর আগেই ভবিষ্যদ্বাণী করে কেরালার খুদে নসট্রাদামুস...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভগবানের আপন দেশে মৃত্যুলীলা! ইতিমধ্যেই কেরালার ওয়ানাডে ভূমিধসের ফলে মৃতের সংখ্যা সাড়ে ৩০০-র গণ্ডি পার করে ফেলেছে।
ভূমিধসের জেরে কেরালার ওয়ানাডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮। যদিও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কারণ, এখনও আড়াইশোর বেশি মানুষ নিখোঁজ। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, উদ্ধারকাজ এখন শেষ পর্যায়ে। যদিও বৃষ্টি এখনও হয়েই চলেছে ওয়ানাডে।
এদিকে কেরালায় যে এমন ভয়াবহ ভূমিধস নামতে পারে, সেই বিষয়ে আগেই সতর্ক করেছিল কেরালার এক খুদে নসট্রাদামুস।
এক বছর আগে কেরালার অষ্টম শ্রেণির এক পড়ুয়া একটি গল্প লিখেছিল। যেখানে ওয়ানাডে যা ঘটেছে, তা হুবহু লেখা ছিল ওই গল্পে।
ওই পড়ুয়া লিখেছিল, "যদি বৃষ্টি হয়, ভূমিধস নামবে। সবকিছু গিলে খাবে সেই ভূমিধস। কেড়ে নেবে মানুষের প্রাণও।" পড়ুয়ার লেখা সেই গল্প স্কুলের ম্যাগাজিনেও ছাপা হয়েছিল।
জানা গিয়েছে, ওয়ানাডের ভূমিধসের কাদাস্রোতের নীচে চাপা পড়ে গিয়েছে ওই কিশোরীর স্কুল। এমনকি সে হারিয়েছে তার বাবাকেও।