Khadan: `অ্যাকশনটা আমারই কাজ`! এখনও অবধি `খাদান` ঘরে তুলল...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহুদিন পর ফের অ্যাকশনে দেব। আর এই জঙ্গলের 'রাজা' যে একা দেব-ই, তা তিনি ভালোভাবেই সেটা বুঝিয়ে দিয়েছেন।
ক্রিসমাসের আগের উইকেন্ডেই মুক্তি পেয়েছে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’। প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি।
২৫ ডিসেম্বর পর্যন্ত খাদানের আয় ছিল ৬.৬১ কোটি। এমনকী ছবি মুক্তির প্রথম সপ্তাহ থেকে আজ পর্যন্ত 'খাদান'ই ট্রেন্ডিংয়ে আছে।
এখনও পর্যন্ত ৩.৫ লক্ষ দর্শক এই ছবি দেখেছে বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, এখনও অবধি 'খাদান'এর আয় ৮ কোটি ছাড়িয়ে গিয়েছে।
সুজিত রিনো দত্ত পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন দেব। দেব ছাড়াও এই ছবিতে যিনি প্রশংসা পেয়েছেন তিনি হলেন যীশু সেনগুপ্ত। এই ছবিতে প্রথমবার দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। এপার বাংলায় এটিই ইধিকার প্রথম সিনেমা।