সপরিবারে ডিনারে গেলেন শাহরুখ
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/07/17/201143-cap-8.jpg?im=FitAndFill=(500,286))
সপরিবারে নৈশভোজের জন্য বেরোলেন শাহরুখ, গৌরী, সুহানা ও আরিয়ান। ব্যস্ত থাকা সত্বেও প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/07/17/201142-cap-1.jpg?im=FitAndFill=(500,286))
কালো ফ্লোরাল পোশাকে দেখা গেল সুহানা খানকে।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/07/17/201141-cap-2.jpg?im=FitAndFill=(500,286))
কিছুদিন আগেই লন্ডনের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক হয়েছেন সুহানা। সম্ভবত এবার তিনি বলিউডের ছবিতে অভিষেক করতে পারেন। এর আগেই অভিনয়ের প্রতি নিজের ইচ্ছাপ্রকাশ করেছেন শাহরুখ কন্যা।
ক্যামেরায় ধরা দিলেন আরিয়ান খানও।
সম্প্রতি 'দ্য লায়ন কিং' ছবির হিন্দী ভার্শনে 'সিম্বা'র চরিত্রে গলা দিয়েছেন তিনি।
আব্রামকে কোলে নিয়ে দেখা গেল কিং খানকে।
ছোট ছেলেকে সারাক্ষণ নিজের কাছেই রাখেন শাহরুখ।
গৌরী পরেছিলেন লেপার্ড প্রিন্টের জাম্পস্যুট। তবে একসঙ্গে বেরোলেও প্রত্যেকেই নিজের নিজের গাড়িতেই রেস্তোরাঁর উদ্দেশে রওনা হন।