Kharkuto: ছুটির মুডে বাবিন-গুনগুন সহ গোটা খড়কুটো পরিবার
নিজস্ব প্রতিবেদন: পাহাড়ের কোলে ছুটি কাটাচ্ছে মুখোপাধ্যায় পরিবার। শুক্রবারই তাঁরা পৌঁছে গেছে কালিম্পঙে।
শনিবার কালিম্পঙের ছবি পোস্ট করেন তৃণা। এ যেন এক ঢিলে দুই পাখি। একদিকে শুটিং করছেন তাঁরা অন্যদিকে চলছে আড্ডা গপ্পো।
ছবি তুলতে বিশেষ পছন্দ করেন না বাবিন অর্থাৎ কৌশিক। পাহাড়ের কোলে কার্যত জোর করেই বাবিনের সঙ্গে ছবি তুলল গুনগুন।
বাবিন আর গুনগুনের ছবিতে নেটিজেনরা লিখেছেন, এই বিশেষ এপিসোডের অপেক্ষায় রয়েছে তাঁরা।
বোঝাই যাচ্ছে ছুটির মুডে রয়েছে গোটা পরিবার। শুটিংয়ের পাশাপাশি চলছে জমিয়ে আড্ডা।