Early Period: বাচ্চাদের সাত তাড়াতাড়ি পিরিয়ড শুরু? বাড়ির রোজের ব্যবহার্য পণ্যই দুশমন!

Wed, 11 Sep 2024-10:47 pm,

জীবনযাপনে আধুনিকতার নামে আমরা কিনছি বিপদ। ঘরে ঘরে এখন পিসিওডি বা পিসিওএস। এমন কোনও মেয়ে নেই আজ যে শোনেনি এন্ডোমেট্রিয়োসিসের কথা।

এ তো গেল বেড়ে ওঠার পরের কথা। বাচ্চা থেকে বড় হয়ে ওঠাটাও এখন আচমকাই হয়ে গিয়েছে তড়িঘড়ি। ৭-৮ বছরের মেয়েদের শুরু হয়ে যাচ্ছে ঋতুচক্র। যা মানসিক ভাবে এক নতুন অশান্তিরও জন্ম দিয়েছে, দিচ্ছে বহু পরিবারে।

গবেষণা চলছে বহুদিন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আমার-আপনার বাড়িতেই লুকিয়ে রয়েছে এই সমস্যার বীজ। রোজকার ব্যবহারের জিনিসই বাড়ির ছোট্ট সদস্যটির পিরিয়ড শুরু হয়ে যাওয়ার কারণ।

পারিফউম বা ডিটারজেন্ট ছাড়া আমরা জীবনযাপন ভাবতেই পারি না। কিন্তুএই সামগ্রীগুলিতেই থাকতে পারে সমস্যার উত্‍স। মাস্ক আমব্রেট-- এমন এক রাসায়নিক, যা সুগন্ধী হিসেবে ব্যবহৃত হয়। যে রাসায়নিক মেশানো হয় পারফিউম আর ডিটারজেন্ট বা সাবানে।

মাস্ক আমব্রেট সুগন্ধ ছড়ালেও শরীরে তার প্রভাব গুরুতর। রক্তের মাধ্যমে এই রাসায়নিক নিয়মিত শরীরে অনুপ্রবেশ করলে প্রভাবিত হয় এন্ডোক্রিন গ্রন্থিসমূহ। যার জেরে হরমোনের মাত্রায় বৈষম্য আসে।

আমরা জানিই নানা হরমোনের ক্ষরণের সঙ্গে পিরিয়ডের আসা-যাওয়া সরাসরি যুক্ত। ফলে সুস্থ থাকতে চাইলে পণ্য ব্য়বহারেও হতে হবে সাবধানী।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link