ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক কায়রন পোলার্ড
২০১৯ বিশ্বকাপ এবং ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে ব্যর্থতার কারণে জেসন হোল্ডারকে নেতৃত্ব থেকে সরিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
জেসন হোল্ডারকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে কায়রন পোলার্ডের নাম ঘোষণা করেছে।
টেস্টে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকছেন জেসন হোল্ডারই।
টি-টোয়েন্টিতে খেললেও শেষ তিন বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ান ডে ক্রিকেটে খেলেননি পোলার্ড।
অধিনায়ক কায়রন পোলার্ডের যাত্রা শুরু হবে নভেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ দিয়ে।