সম্পর্ক শেষ? কানইয়ে ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের পথে কিম কারদাশিয়ান
কানইয়ে ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের পথে কিম কারদাশিয়ান। এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়
২০১৪ সালে মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্টের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মার্কিন রিয়্যালিটি স্টার কিম কার্দাশিয়ান। তাঁদের ৪ সন্তানও রয়েছে। বিয়ের ৭ বছর পর এবার কানইয়ের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন কিম
যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কিম কারদাশিয়ান। তবে তিনি বিচ্ছেদের আবেদন করেছেন। পাশাপাশি কানইয়ের সঙ্গে বিচ্ছেদের পর নিজের ভবিষ্যত ফের নতুন করে গড়ে নিতে চাইছেন কিম। এমন খবরও প্রকাশ্য়ে আসে
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে তিনি সামিল হতে চান বলে আমকাই ঘোষণা করেন কানইয়ে ওয়েস্ট। মার্কিন র্যাপারের ওই ঘোষণার পর থেকে শোরগোল শুরু হয়ে যায়। কানইয়ের ওই সিদ্ধান্তের পর থেকেই কিমের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন শুরু হয় বলে জানা যায়
এমনকী, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে কানইয়ে ওয়েস্ট বলেন, কিম কারদাশিয়ান হয়ত তাঁর সঙ্গে আর সম্পর্ক টেনে নিয়ে যেতে চাইছেন না। নিজের ট্যুইটার হ্যান্ডেলেই কিমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে খোলসা করেন কানইয়ে ওয়েস্ট
পিপল ডট কমের খবর অনুযায়ী, কানইয়ে ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের খবর ছড়াতেই নিজে মুখে কুলুপ এঁটেছেন কিম কারদাশিয়ান। এমনকী, সন্তানদের নিয়েই কিম বর্তমানে ব্যস্ত বলে শোনা যাচ্ছে
প্রসঙ্গত নর্থ, ,সেইন্ট, চিকাগো এবং পাম নামে কিম এবং কানইয়ের ৪ সন্তান রয়েছে
কিম কারদাশিয়ান এবং কানইয়ে ওয়েস্টের বিচ্ছেদের খবর নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে