ফ্যাশন শো চলাকালীন কানের দুল চুরি করলেন এই জনপ্রিয় গায়ক?
মার্কিন টেলিভিশনের জনপ্রিয় মুখ কিম কার্দাশিয়ানের স্বামী তথা কেনিয়ে ওয়েস্ট এবার ফের সংবাদের শিরোনামে। একটি ফ্যাশন শো-এ হাজির হয়ে মার্কিন গায়ক যা করলেন, তাতে জোর হইচই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে
কেনিয়ে ওয়েস্ট-এর কীর্তি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল সাইটে
কেনিয়ে ওয়েস্ট-এর কীর্তি দেখে হেসে ফেলেন অন্যরাও
ফ্যাশন শো চলাকালীন একেবারে প্রথম সারিতে স্ত্রী কিম-এর সঙ্গে বসেছিলেন মার্কিন গায়ক কেনিয়ে ওয়েস্ট
র্যাপ-এ হাঁটতে গিয়েই এক মডেলের কান থেকে খুলে পরে দুল, এরপরই তা তুলে নেন কিম কারদাশিয়ানের স্বামী কেনিয়ে ওয়েস্ট
একটি ফ্যাশন শো-এর মাঝেই ঘটে ওই ঘটনা
কেনিয়ে ওয়েস্ট হাসতে হাসতেই ওই কীর্তি করেন, যার সম্পূর্ণ রেকর্ড হয়ে যায় ক্যামেরায়, পরে সেই ভিডিও ভাইরাল হতে একটুও সময় লাগেনি
পুরোটাই হয়েছে এক্কেবারে মজার ছলে