করোনা আক্রান্ত বোল্টের বার্থ ডে পার্টিতে ছিলেন, কোভিড টেস্ট হল গেইলের
বার্থ ডে সেলিব্রেট করে বিপদ ডেকে এনেছেন বোল্ট। করোনা ধরে ফেলল বিশ্বের দ্রুততম মানবকেও।
করোনায় আক্রান্ত জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট বর্তমানে সেল্ফ আইসোলেশনে রয়েছেন।
জামাইকায় বোল্টের বার্থ ডে পার্টিতে ছিলেন ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটার। ইতিমধ্যে ওই পার্টিতে বোল্টের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও কোভিড টেস্ট করা হয়।
করোনা পরীক্ষার পর ভক্তদের স্বস্তির খবর দিয়েছেন ইউনিভার্স বস। তাঁর কোভিড টেস্টের ফল নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।
স্বস্তি ফিরেছে কিংস ইলেভেন পঞ্জাব দলেও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে নিজেকে সরিয়ে নিলেও বিধ্বংসী গেইলকে আমিরশাহিতে আইপিএল-এ দেখা যাবে।