IPL 2020: আবু ধাবিতে নাইটদের মহড়া, প্রস্তুতি তুঙ্গে
আমিরশাহি পৌঁছে নিয়ম মতো ছয় দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে অনুশীলন শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
দুবাইয়ের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কার্তিকরা।
শোনা যাচ্ছে কেকেআর-এর বেশিরভাগ ম্যাচ নাকি সন্ধেবেলায় সেই মতো প্রস্তুতি সেরে রাখছেন শুভমান গিল, নীতীশ রানারা।
দুপুরে ৪০-৪৪ ডিগ্রি তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতেও প্রস্তুতি করছে কলকাতা, জানিয়েছেন সহকারি কোচ অভিষেক নায়ার।
পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে ম্যাচ খেলার জায়গায় পৌঁছে যাবে দল এমনটাই মনে করছেন অভিষেক নায়ার।