IPL 2019 : প্লে-অফে যেতে পারবে কলকাতা? অঙ্কটা কী? জেনে নিন
১০ ম্যাচে চারটি জয়। ছটি ম্যাচে হার। চলতি আইপিএলে প্লে-অফের রাস্তা যেন ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে দীনেশ কার্তিকের দলের জন্য। আজ মরণ-বাঁচন ম্যাচে নামছে কলকাতা। আজ হারলে প্লে-অফের রাস্তা কার্যত বন্ধ হয়ে যাবে তাদের।
১০ ম্যাচে কলকাতার পয়েন্ট এখন আট। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে কলকাতা। এমন জায়গা থেকে প্লে-অফে ওঠার রাস্তা খুঁজতে মরিয়া কলকাতা। কিন্তু আদৌ কি সেটা সম্ভব?
কলকাতার হাতে রয়েছে আর চারটি ম্যাচ। শেষ চার ম্যাচের তিনটে জিতলে গ্রুপ লিগের শেষে নাইটদের পয়েন্ট হবে ১৪৷ সেক্ষেত্রে প্লে-অফে পৌঁছনোর জন্য অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতাকে।
প্লে-অফে যেতে হলে অন্তত আটটি ম্যাচ জিততে হবে। তবে পরিস্থিতি নির্ভর করবে পয়েন্ট টেবিলের উপর। সেক্ষেত্রে কলকাতাকে বাকি চারটি ম্যাচের প্রতিটি জিততে হবে।
শেষ চার ম্যাচের দুটি কলকাতা ঘরের মাঠে খেলবে। প্রতিপক্ষ রাজস্থান ও মুম্বই। পরের দুটি অ্যাওয়ে ম্যাচে কার্তিকদের প্রতিপক্ষ পাঞ্জাব ও মুম্বই।