মিশন আইপিএল! আমিরশাহি পৌঁছে গেল কিং খানের নাইটরা

Fri, 21 Aug 2020-1:35 pm,

আইপিএল-কে সামনে রেখে দেশ ছাড়তে শুরু করে দিয়েছে একের পর এক ফ্র্যাঞ্চাইজি দল। আর সবার আগে আরবে পাড়ি দিয়েছে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা।

বৃহস্পতিবার আরব আমিরশাহিতে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্সও।

মুম্বই থেকে চাটার্ড বিমানে রওনা দেয় কেকেআর। কলকাতা নাইট রাইডার্স তাদের অফিসিয়াল টুইটারে বেশ কিছু ছবি শেয়ার করেছে।

দুবাইয়ে পৌঁছে শুভমন গিল , প্রষিদ্ধ কৃষ্ণরা ছবি শেয়ার করেছেন। ছবি পোস্ট করেছেন কলকাতা ফ্র্যাঞ্চাইজির আরও কয়েকজন ক্রিকেটার।

আমিরশাহি পৌঁছেই প্রত্যেক ক্রিকেটার ঢুকে পড়লেন জৈব সুরক্ষা বলয়ে। ছয় দিনের আইসোলেশনে থাকতে হবে তাঁদের। এর মধ্যে তিনবার কোভিড পরীক্ষা। ফল নেগেটিভ এলে তবেই মিলবে অনুশীলনের অনুমতি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link