আজ জিতলেই প্লে-অফে কলকাতা, হারলে?
লিগপর্বের ৫৬টি ম্যাচের মধ্যে ৫৪টি হয়ে গিয়েছে। কিন্তু এখনও প্লে-অফের চার দল পাকা হয়নি। দিল্লি , চেন্নাই এবং মুম্বই প্লে-অফের টিকিট পাকা করেছে। তবে চতুর্থ দল হিসাবে এখনও লড়াই চলছে কলকাতা ও হায়দরাবাদের মধ্যে।
আজ লিগ পর্বের শেষ দিন। আজই নিশ্চিত হয়ে যাবে চতুর্থ দল হিসাবে প্লে-অফে খেলবে কোন দল! কলকাতা নাকি হায়দরাবাদ!
আজ মুখোমুখি হবে পাঞ্জাব-চেন্নাই। সেই ম্যাচের উপর নির্ভর করছে লিগ টেবিলের শীর্ষে কারা থাকবে। অন্য ম্যাচে মুখোমুখি হবে কলকাতা-মুম্বই। এই ম্যাচে মুম্বই জিতে গেল তারা প্লে-অফে এক ম্যাচ বেশি খেলার সুযোগ পাবে।
শনিবার হায়দরাবাদকে হারিয়ে কলকাতার জন্য অক্সিজেন জুগিয়ে গিয়েছে বেঙ্গালুরু। ১৪ ম্যাচ শেষে হায়দরাবাদের পয়েন্ট ১২। এক ম্যাচ কম খেলে কলকাতার পয়েন্ট একই। ফলে আজ জিতলে সরাসরি প্লে-অফে চলে যাবে দীনেশ কার্তিকের দল।
আজ কলকাতা হারলে হায়দরাবাদের সমান ১২ পয়েন্টে আটকে যাবে। সেক্ষেত্রে নেট রান রেট দেখা হবে। তাতে কিন্তু হায়দরাবাদ প্লে-অফে চলে যাবে।