EXPLAINED | India vs Australia 1st Test: যশস্বী-রাহুলের ইতিহাস! পারথে চালকের আসনে ভারত, রইল দ্বিতীয় দিনের হাইলাইটস...

Sat, 23 Nov 2024-4:34 pm,

ক্রিকেট অনুরাগীদের চোখ এখন শুধুই পারথে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চলছে। শনিবার দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। কেয়ার অফ কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। ২১৮ রানের লিড নিয়ে ফেলল টিম ইন্ডিয়া

প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল। ব্য়াটারদের চরম ব্য়র্থতার দিনে উজ্জ্বল ছিলেন ঋষভ পন্থ (৩৭) ও নীতীশ কুমার রেড্ডি (৪১)। জোশ হ্য়াজেলউড একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। দুই উইকেট করে নেন মিচেল স্টার্ক, প্য়াট কামিন্স ও মিচেল মার্শ...

অতি বড় ভারতীয় সমর্থকও ভাবতে পারেননি যে, ভারত এভাবে প্রত্য়াঘাত করবে। অধিনায়ক জসপ্রীত বুমরা একাই অস্ট্রেলিয়ার শিরদাঁড়া ভেঙে দেন। পাঁচ উইকেট নিয়ে খেলা ঘুরিয়ে দেন। প্রথম দিনের শেষেই অজিরা ৭ উইকেট হারিয়ে ৬৬ রান তুলে ধুঁকছিল। দ্বিতীয় দিনের সকালে ভারতের কাজ ছিল দ্রুত তিন উইকেট তুলে নেওয়া। হর্ষিত রানা ও বুমরা সে কাজও সেরে ফেলেন। ১০৪ রানে শেষ হয়ে যায় কামিন্স বাহিনী। অস্ট্রেলিয়ার সর্বাধিক স্কোরার স্টার্ক। ১১২ বল খেলে তিনি ২৬ রান যোগ করেছিলেন স্কোরবোর্ডে। হর্ষিত তুলে নেন তিন উইকেট। দুই উইকেট পান মহম্মদ সিরাজ। 

দ্বিতীয় ইনিংসে ভারত কোনও উইকেট না হারিয়ে তুলে ফেলেছে ১৭২ রান। দুই ওপেনার কেএল রাহুল (৬২) ও যশস্বী (৯০) অপরাজিত রয়েছেন ক্রিজে। ২১৮ রানের লিড নিয়ে ফেলেছে ভারত। ভারত এবার বড় রান করেই অস্ট্রেলিয়াকে চাপে রাখার কৌশল নেবে। হাতে রয়েছে এখনও তিন দিন।

 

 

যশস্বী-রাহুল এদিন ইতিহাস লিখলেন পারথে। ২০ বছর পর ভারতের প্রথম ওপেনিং জুটি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পার্টনারশিপ করলেন। এর আগে, শেষবার ২০০৪ সালে বীরেন্দ্র শেহওয়াগ ও আকাশ চোপড়ার জুটি সিডনিতে ১২৩ রান তুলেছিল ওপেনিংয়ে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link