ICC র্যাঙ্কিংয়ে এগোলেন কোহলি-রাহুল
অস্ট্রেলিয়া-ভারত টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ করে উপরে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং কেএল রাহুল।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোহলি করেছেন ১৩৪ রান। ব্যাটিং গড় ৪৪.৬৬। ৬৯৭ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকায় আট নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কেএল রাহুল করেছেন ৮১ রান। ৮১৬ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে রাহুল।
কোহলি-রাহুল ছাড়া আইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে আর কোনও ভারতীয় নেই।
আইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান তাঁর রেটিং পয়েন্ট ৯১৫।