Kolkata Municipal Corporation: বাঙালি জাতিসত্তায় শান, কলকাতায় ব্যবসা করতে হলে লাগাতে হবে বাংলায় সাইনবোর্ড...

Mon, 02 Dec 2024-8:41 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কলকাতার দোকান, রেস্তরাঁ এবং বাণিজ্যিক কেন্দ্রগুলির সাইনবোর্ড বাংলায় লিখতে হবে, এই নির্দেশ জারি করতে চলেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন।

 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রত্যেক দোকানের সাইনবোর্ড বাংলায় লেখার নির্দেশকে বাধ্যতামূলক করতে চলেছে কেএমসি। 

 

তবে শুধু বাংলাতেই লিখতে হবে সাইনবোর্ড, এমনটা নয়। অন্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে সাইনবোর্ডে রাখতে হবে। ইতোমধ্যে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। 

 

সংবাদমাধ্যমে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ২০২৫ এর ২১ ফেব্রুয়ারির মধ্যে এই কাজ শুরু করতে হবে। ইতোমধ্যেই যোগাযোগ শুরু করা হয়েছে দোকানের মালিকদের সঙ্গে। 

 

গত অক্টোবরে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে কলকাতায় পুরসভার একটি বৈঠকে জানিয়েছিলেন সরকারী ও বেসরকারী অফিসের সমস্ত সাইনবোর্ডে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা লেখা থাকা উচিত। 

 

বাংলা ধ্রুপদী ভাষায় স্বীকৃতি পাওয়ার পর একই সুর শোনা গিয়েছিল মেয়র ফিরহাদ হাকিমের গলাতেও। 

 

কলকাতার মেয়র বলেছিলেন, ‘আগে বড় করে বাংলায় সাইন বোর্ড লিখুন। তারপর যে ভাষা পছন্দ, সেটা হিন্দি, উর্দু কিংবা ইংরেজি হোক সেই ভাষায় লিখতে পারেন। বাংলা ভাষাকে আগে গুরুত্ব দিন। রাজ্যের বেশিরভাগ মানুষ বাংলা বোঝেন। মাতৃভাষা বাংলা। তাই বাংলায় লিখলে সকলের বুঝতে সুবিধা হবে। সকলে গর্ব অনুভব করতে পারবেন।’

 

বাম জমানাতেও একবার বাংলায় সাইন বোর্ড লেখার প্রসঙ্গ উঠেছিল কিন্তু সেই সময় তা হাতে কলমে সম্পন্ন হয়নি। এবার ফের বাংলায় সাইনবোর্ড লেখার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link