কলকাতাবাসীর জলযন্ত্রণা দূর করতে `ছাকনি` ব্যবহারের সিদ্ধান্ত কলকাতা পুরসভার
শ্রাবন্তী সাহা : একের পর এক উন্নত প্রযুক্তি এনেও কমানো যায়নি কলকাতার জল জমার সমস্যা। মাত্র ঘন্টাখানেকের বৃষ্টিতেই কলকাতায় হাঁটু সমান জল জমে যায়।
জল জমে যাওয়ার কারণ হিসেবে গালিপিটে প্লাস্টিক সহ একাধিক জিনিস আটকে যাওয়ার অভিযোগ করে থাকেন পুরকর্তারা।
এবার সেই সমস্যার সমাধানে আসছে নয়া টেকনোলজি। গালিপিটের মধ্যে আলাদা ছাকনি লাগাবে কলকাতা পুরসভা ৷
অসংখ্য ছিদ্রযুক্ত ওই ছাকনিতে আটকে যাবে প্লাস্টিক। তারপর প্রতিদিন পুরসভা কর্মীরা সেগুলি সাফ করে নিয়ে যাবেন।
ফলে বর্ষায় কিছুটা হলেও রেহাই মিলবে। ছাকনির মতো এই পাত্র সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হবে।